আমাদের ৬ দফা দাবী মানতে হবে।
লিখেছেন লিখেছেন তুরান আহমেদ ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫৮:০৯ বিকাল
৪১ বছর অপেক্ষা করেছি। বিচারের উপর ভরসা রেখেছি। বাংলার বেঈমান দের বিচারের দাবী এখন বাংলার ২০ কোটি মানুষের। ৪১ বছর আগে মাত্র ৭ কোটি বাঙালি যদি পারে বাংলাদেশ নামের একটা স্বাধীন দেশের জন্ম দিতে তাহলে আমরা কেন পারব না বাংলার মাটিতে মানুষ নামের এ অমানুষ গুলোকে শেষ শিক্ষা দিতে। এটা আওয়ামি লিগ,বি,এন,পি বা অন্যান্য দলের একার কাজ না।এ আমাদের দায়িত্ব। আমরা বিচার চাই। সরকার/ বিরোধী দলের কাছে আমাদের ৬ দফা দাবী।
১) কাদের মোল্লার বিচার আবার শুরু করতে হবে। আমরা যুদ্ধ অপরাধিদের বিচার সরাসরি টিভি চ্যানেল ,রেডিও তে শুনতে চাই।
২) ২০সে ফেব্রুয়ারি ২০১৩ তারিখ এর মধ্যে যুদ্ধ অপরাধিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) অপরাধিদের সরবচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
৪) ২১ সে ফেব্রুয়ারি ২০১৩ সূর্য উদয় এর পূর্বে ফাসির রায় কার্যকর করতে হবে।
৫) ধর্ম নিয়ে যারা নোংরা রাজনিতি করে তাদের বা সে দলকে নিষিদ্ধ করতে হবে।
৬) যুদ্ধ অপরাধিদের বিচার নস্যাৎ হলে দেশের প্রধান ২ দলকে রাজনিতি থেকে সরে দাড়াতে হবে এবং স্বীকার করতে হবে তারা যোগ্য না দেশ চালানোর, তারাও রাজাকার,বেইমান,দেশের শত্রু।
বাংলার সকল দল/ শ্রেণী , সকল পেশাজীবী, ছাত্র সমাজ, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, ফেইসবুক ব্যাবহার কারি, প্রবাসী সবার পক্ষ থেকে একটাই দাবী সরকারের কাছে আমাদের ৬ দফা দাবী মানতে হবে।
বিষয়: রাজনীতি
১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন